ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

সড়ক দুর্ঘটনায় আহত এনডিপির মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
সড়ক দুর্ঘটনায় আহত এনডিপির মহাসচিব সড়ক দুর্ঘটনায় আহত এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা সোমবার (৭ অক্টোবর) সকালে হাতিরঝিল এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে তিনি বাম হাত এবং ডান পাঁজরে ও দু’পায়ে প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার ডান হাতে দু’টি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে এখন তিনি বাসায় অবস্থান করছেন।

এদিকে এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শেকুল তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ