রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৩০ লাখ শহীদের আত্মদানের মাধ্যমে একাত্তরে যেসব অমূল্য সম্পদ অর্জিত হয়েছিল, বুর্জোয়া শাসকদের দেউলিয়াপনা ও ব্যর্থতার ফলে তার প্রায় সবটুকুই হাতছাড়া হয়ে গেছে।
সিপিবি সভাপতি বলেন, এখন দেশ পরিচালিত হচ্ছে অনেকটাই মুক্তিযুদ্ধের বিপরীতমুখী ধারায়। বুর্জোয়ারা মুক্তিযুদ্ধের আদর্শ-চেতনা পরিত্যাগ ও ভুলুণ্ঠিত করলেও সেই পতাকার ক্ষয় নেই। বুর্জোয়ারা সেটিকে পরিত্যাগ করলেও কমিউনিস্ট পর্টি ও বামপন্থিরা সেই পতাকাকে ঊর্ধ্বে তুলে মুক্তিযুদ্ধের আদর্শ-চেতনায় দেশকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কমিউনিস্ট ও বামপন্থিরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সংগ্রাম করে যাবে।
সভায় আরও বক্তব্য রাখেন-সিপিবি সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, সিপিবির অন্যতম সম্পাদক আহসান হাবিব লাবলু, শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড লুৎফর রহমান, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কামরুল আহসান খান, ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিয়াদ আল মালুম প্রমুখ।
সভার শুরুতে উদীচীর শিল্পীরা মুক্তিযুদ্ধের গণসঙ্গীত পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
আরকেআর/ওএইচ/