ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

শান্তি-সাম্যের ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
শান্তি-সাম্যের ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মানববন্ধন

ঢাকা: ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সংক্ষেপে সিপিআই (এম) দলের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং শান্তি ও সাম্যের ডাকে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ সামাদ।

এ সময় কমরেড শামসুর রহমান, কমরেড আনিসুল হক, কমরেড মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো সদস্য কমরেড প্রকাশ কারাত, কমরেড নীলোৎপল বসু, কমরেড হান্নান মোল্লা, কমরেড ডি রাজা, কমরেড পল্লব সেনগুপ্তসহ বাম নেতাদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ