ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

‘গরিব মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে গেছেন স্যার আবেদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
‘গরিব মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে গেছেন স্যার আবেদ’

ঢাকা: স্যার ফজলে হাসান আবেদের শূন্যতা পূরণ করার মতো নয় বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, সব মানুষের শূন্যতা পূরণ করা যায় না, তেমনি একজন মানুষ আবেদ ভাই। যার শূন্যতা কখনো পূরণ হবার নয়।

 

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফজলে হাসান আবেদের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান মেনন এসব কথা বলেন।  

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, আবেদ ভাই গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে গেছেন। তার সঙ্গে মুক্তিযুদ্ধের সময় থেকেই পরিচয়। আবেদ ভাইয়ের দেওয়া একটি সোয়েটার আমি এখনো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি।  

এর আগে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন।   

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ