ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

আবারও জেএসডির সভাপতি রব, সম্পাদক সানোয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আবারও জেএসডির সভাপতি রব, সম্পাদক সানোয়ার আ স ম আব্দুর রব ও সানোয়ার হোসেন তালুকদার, ফাইল ফটো

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলে (জেএসডি) আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আ স ম আব্দুর রব। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলটির কেন্দ্রীয় কাউন্সিলে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন তারা হলেন, কার্যকরী সভাপতি- আনিসুর রহমান খান কামাল, মো. সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল হোসেন ও কামাল পাটওয়ারী।

শনিবার রাতে জেএসডির সহযোগী সংগঠন জাতীয় যুব পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মিঠু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ