ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

যুব জাগপার ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
যুব জাগপার ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অঙ্গ সংগঠন যুব জাগপার ঢাকা মহানগরের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আরিফুল হক তুহিনকে সভাপতি ও রিয়াজ রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মীর ইসাহাককে আহ্বায়ক ও নাসির উদ্দিন নিশাতকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যুব জাগপার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য মো. সাগর, নুর মোহাম্মদ হোসেন মিলন, আসাদ নূর, আল-আমিন শেখ, মো. সাইফুল ইসলাম আল আমিন, মো. মহিবউল্লাহ, জারজিস জুবায়ের, নুর হোসেন, আরিফুল হক, আমিনুল ইসলাম, শাহিন, আকতার হোসেন ও আলী হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ