শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাগপার জাতীয় কাউন্সিলে ১১ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়াম কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য প্রেসিডিয়াম সদস্যরা হলেন- খন্দকার আবিদুর রহমান, আ স ম মিসবাহউদ্দিন, রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, মাস্টার এমএ ওয়াদুদ, প্রিন্সিপাল কামরুল ইসলাম সোনা, ইয়াহ হিয়া ববী, ইঞ্জিনিয়ার হাসিনুজ্জামান ও ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন।
নতুন সভাপতি খন্দকার লুৎফর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এদিকে, কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাগপার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুর পর তার স্ত্রী রেহেনা প্রধান দলটির হাল ধরেছিলেন। কিন্তু কিছুদিন পর তারও মৃত্যু হলে তাদের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান সভাপতি ও খন্দকার লুৎফর রহমান মহাসচিবের দায়িত্ব নেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ সভাপতি ও মহাসচিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে তারা দু’জন আলাদা দুটি কমিটি করেন।
ইতোমধ্যে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের অংশ কাউন্সিল করে তাসমিয়াকে সভাপতি নির্বাচিত করেছে। আর এদিকে শুক্রবার লুৎফর রহমানকে সভাপতি ঘোষণা করেছে তার অংশ।
বাংলাদেশ সময়: ১৭৩৩ জানুয়ারি ১৭, ২০২০
এমএইচ/টিএ