ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করলেন জাগপার নতুন নেতৃত্ব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করলেন জাগপার নতুন নেতৃত্ব

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা'র (একাংশের) গঠিত নতুন কমিটি দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন।

শনিবার (১৮ জানুয়ারি) বনানী কবরস্থানে জাগপা নেতারা শফিউল আলম প্রধানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

জাগপা সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবিদুর রহমান, আসম মিসবাহউদ্দিন, রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, প্রিন্সিপাল কামরুল ইসলাম সোনা, ইয়াহ হিয়া ববী, কেন্দ্রীয় নেতা আওলাদ হোসেন শিল্পি, বেলাল হোসেন, আবু সুফিয়ান, হোসেন মোবারক, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) জাগপা’র জাতীয় কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।

এদিকে বগুরা-১ আসনের এমপি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি মুক্তিযোদ্ধা বীর খন্দকার লুৎফর রহমান।  

শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ