ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

রাজধানীর বিজয়নগর থেকে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
রাজধানীর বিজয়নগর থেকে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

ঢাকা: রাজধানীর বিজয়নগরের আজিজ কো-অপারেটিভ ভবনের ৮ম তলা থেকে নাশকতার জন্য বৈঠকের সময় ১৬ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়।

রমনা জোনের সহকারী-উপ কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামিম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের কাছে সংবাদ ছিল এখানে নাশকতার জন্য জামায়াতের বেশ কয়েকজন বৈঠকে বসেছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান চালাই। পরে বৈঠক থেকে তাদের ১৬ জনকে আটক করা হয়। অভিযান চালিয়ে কয়েকশ জিহাদি বই, লিফলেট জব্দ করা হয়েছে। আটক জামায়াত নেতাকর্মীদের থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ