ঢাকা, বুধবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

রাজশাহীর মাদরাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির জনসভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
রাজশাহীর মাদরাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির জনসভা

রাজশাহী: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে বিকেলে ৩টায়।

শনিবারের (২৯ ফেব্রুয়ারি) এ জনসভাকে ঘিরে একমাস থেকে রাজশাহীতে প্রচারণা চালাচ্ছে দলটি।

শনিবার সকালে মাদরাসা ময়দানে জনসভাস্থল পরিদর্শনে যান- ওয়ার্কার্স পার্টি নেতারা।

এ সময় পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন।

বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেননের উপস্থিত থাকার কথা। জনসভার প্রধান বক্তা পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

এছাড়া ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপিসহ কেন্দ্রীয় নেতারা এবং রাজশাহীর স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। পরিচালনা করবেন সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, দেশে ক্রমবর্ধমান বৈষম্য ও অর্থনৈতিক লুটপাট বন্ধ করা, নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধ, মাদকাসক্তি নিরোধ এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গি প্রতিরোধসহ সামাজিক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ২১ দফা বাস্তবায়নের দাবিতে দেশের সব বিভাগীয় শহরে জনসভা করছে ওয়ার্কার্স পার্টি। তার অংশ হিসেবেই রাজশাহীতে এ জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এসএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ