ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

দিল্লিতে সহিংসতার ঘটনায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, মার্চ ৪, ২০২০
দিল্লিতে সহিংসতার ঘটনায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

ঢাকা: ভারতের দিল্লিতে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বুধবার  (৪ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সভার শুরুতেই পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সভায় এ প্রস্তাব উত্থাপন করেন।

ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, নাগরিকত্ব সংশোধন আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশসহ পৃথিবীর গণতান্ত্রিক দেশসমূহে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিল্লির সহিংসতার ঘটনা সম্পর্কে আমরা বিশেষভাবে মর্মাহত।

এ ঘটনা বন্ধের আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ভারতের  সহিংসতা, নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা, নিপীড়ন বন্ধে ভারত সব ধরনের ব্যবস্থা নেবে এবং উপমহাদেশের দৃঢ়ভাবে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, কামরূল আহসান, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হক্কানী, নজরুল হক নিলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ