ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

‘সরকার দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
‘সরকার দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে’ বরিশালে সিপিবির সমাবেশে বক্তব্য রাখছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি: বাংলানিউজ

বরিশাল: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো, এমন প্রচারণা চালিয়ে সরকার দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সিপিবির দেশরক্ষা অভিযাত্রা সমাবেশে এ অভিযোগ করেন তিনি।  

সিপিবি সভাপতি বলেন, প্রচলিত আইনে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাদ।

এ অপরাধে সরকারের বিরুদ্ধে মামলা হতে পারে।

তিনি আরও বলেন, সেরা অর্থমন্ত্রী দাবিদার অর্থমন্ত্রী নিজেই বলেছেন ব্যাংকের অর্থ লুটপাট  হয়ে যাচ্ছে, লুটপাট ঠেকানো যাচ্ছে না। লুটেরাদের পাচার বন্ধের হিম্মত নেই, শাস্তি দেয়ার ক্ষমতা নেই বরং সঞ্চয়ী আমানতের সুদের হার অর্ধেকে নামিয়ে লুটেরাদের লুটপাটের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। আর এ বিদ্রোহে আওয়ামী লীগ বা বিএনপিকে পাওয়া যাবে না, কেননা তারা লুটেরা পাচারকারীর দল।

সিপিবি’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক মোতালেব মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, কেন্দ্রীয় নেতা মাহাবুবুল আলম, সম্পাদকমন্ডলীর অন্যতম সম্পাদক আহসান হাবিব লাবলু, আ. হালিম, দীলিপ পাইক, মোবাশ্বেরউল্লাহ, প্রশান্ত দাস হরি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ