ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে: ব্যারিস্টার তাসমিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে: ব্যারিস্টার তাসমিয়া

ঢাকা: দেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর আসাদগেট জিইউপি মিলনয়াতনে দলীয় সাধারণ সভায় তিনি এ কথা বলেন। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। সারা বিশ্বের মানুষ করোনা ভাইরাস নিয়ে চিন্তিত হলেও আমাদের সরকার এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ করেনি। সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, দেশের ১৭ কোটি মানুষের জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে কয়েকটি ফোন নম্বর দিয়েই দায়িত্ব শেষ করেছে সরকার।

জাগপা সভাপতি বলেন, এয়ারপোর্টে করোনা ভাইরাসে আক্রান্ত নয়, এ সার্টিফিকেট বিক্রয়ের বাণিজ্য শুরু হয়েছে। জীবাণুনাশক দ্রব্যাদি আর মুখের মাস্কের মূল্য লাগামহীন, সিন্ডিকেটদের হাতে জিম্মি দেশের সাধারণ মানুষ।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অধিক মূল্যে দেশের মানুষ দিশেহারা। এর মধ্যে আবার বিদ্যুত ও ওয়াসার পানির দাম বাড়ানো হয়েছে। সরকার দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থের ভর্তুকি দেশের মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার। এখন প্রতিরোধ করার সময় হয়েছে। আজকের এ সাধারণ সভা থেকে আমাদের দেশ রক্ষার শপথ নিতে হবে।

জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, আসাদুর রহমান খান, শামীম আক্তার পাইলট, সহ-সভাপতি রাশেদ প্রধান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন মোড়ল, ইনসান আলম আক্কাস, মানিক সরকার, নুর ইসলাম মিয়া রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, শাহজাহান আহমদ লিটন, মো. নান্নু হাওলাদার, দপ্তর বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম রাতুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস বি এ সিদ্দিকি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিম, কৃষি বিষয়ক সম্পাদক মাহাবুব শরীফ (বাচ্চু), যুব বিষয়ক সম্পাদক আরিফুল হক তুহিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. দেলদার হোসেন নানটু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ