ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

গরিবের সরকার গঠনের আন্দোলনকে বেগবান করতে হবে: সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
গরিবের সরকার গঠনের আন্দোলনকে বেগবান করতে হবে: সেলিম

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গরিব-মেহনতি মানুষের সরকার গঠনের আন্দোলনকে বেগবান করতে হবে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৩৯তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,  ক্ষেতমজুর সমিতির বিগত ৩৯ বছরে অভূতপূর্ব অর্জন রয়েছে।

খাসজমি ভূমিহীনদের মধ্যে বণ্টনসহ অসংখ্য দাবি গ্রামের দরিদ্র মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে ক্ষেতমজুর সমিতির। ক্ষেতমুর সমিতির আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বর্তমান সময়েও ক্ষেতমজুর সমিতির চলমান লড়াইয়ে গ্রামের বঞ্চিত এবং দরিদ্র মেহনতি মানুষকে যুক্ত করতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে অধিকার আদায়ের পাশাপাশি গরিব-মেহনতি মানুষের সরকার গঠনের আন্দোলনকেও বেগবান করতে হবে।   

ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য রমেন্দ্র চন্দ্র বর্মন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, লিটন নন্দী প্রমুখ।

সভায় বক্তারা গ্রামীণ মেহনতি-ক্ষেতমজুরদের বিভিন্ন দুর্দশার চিত্র তুলে ধরে ‘সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই’  দাবিকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তীব্র আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ