মঙ্গলবার (২৪ মার্চ) দলটির পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসে একের পর এক আক্রান্ত ও মৃত্যুর খবরে আত্মরক্ষার পথ খুঁজছে মানুষ।
তারা বলেন, করোনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। নির্ধারিত বেতনভুক্ত চাকরিজীবী ও মুদি দোকানি ছাড়া অন্যদের আয় কমে যাচ্ছে। তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন অনানুষ্ঠানিক ও সেবা খাতের কর্মীরা। তৈরি পোশাক খাতসহ যেসব শিল্প খাতে করোনা মহামারীর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে, সেসব খাতের সুরক্ষার বিষয়েও পদক্ষেপ নেওয়া জরুরি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তৈরি পোশাক খাতের শ্রমিকরা এরই মধ্যে ছাঁটাইয়ের ঝুঁকিতে পড়েছেন। এ অবস্থায় সরকারের উচিত হবে বেশি ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের সহায়তার উদ্যোগ নেওয়া।
বিবৃতিতে ন্যাপ নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে এনজিওগুলোর প্রতি নির্দেশ দেয়া প্রয়োজন যেন তারা এই দুর্যোগের সময় ক্ষুদ্র ঋণের বিনিময় কিস্তি আদায় থেকে বিরত থাকে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএইচ/এবি