ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

জাসদ সভাপতি-সম্পাদকের বেতনের টাকা করোনা তহবিলে দান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
জাসদ সভাপতি-সম্পাদকের বেতনের টাকা করোনা তহবিলে দান জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংসদ সদস্য হিসেবে আগামী তিনমাসে প্রাপ্য তাদের বেতন-ভাতা-সুযোগ সুবিধাদির সমুদয় টাকা এবং পরের নয়মাসের বেতন-ভাতা-সুযোগ সুবিধাদির অর্ধেক পরিমাণ টাকা সরকারের করোনা তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে হাসানুল হক ইনু ও শিরীন আখতার বলেন, সব সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন এবং জাতীয় সংসদের স্পিকার এ বিষয়ে উদ্যোগ নেবেন এমনটাই আশা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ