ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

বাংলাদেশকে ওষুধ-গ্লাভস দেওয়ায় ভারতকে জাসদের ধন্যবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
বাংলাদেশকে ওষুধ-গ্লাভস দেওয়ায় ভারতকে জাসদের ধন্যবাদ জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) ফলে সৃষ্ট সংকটে বাংলাদেশকে ১০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট (ওষুধ) ও ৫০ হাজার হ্যান্ড গ্লাভস দিয়ে সহযোগিতায় করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

রোববার (২৬ এপ্রিল) জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে এ ধন্যবাদ জানান।

বিবৃতিতে জাসদ নেতারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মহামারি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো তথা সার্কভুক্ত সদস্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, তা বজায় রেখে কোভিড-১৯ চিকিৎসা ও এর ফলে সৃষ্ট আর্থ-সামাজিক সংকট মোকাবিলায় অভিজ্ঞতাসহ চিকিৎসায় বৈজ্ঞানিক গবেষণা আদান প্রদান অব্যাহত রাখতে সার্কভুক্ত দেশগুলো যেন উদ্যোগী হয়।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
আরকেআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ