ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেনন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, মে ২৪, ২০২০
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেনন

ঢাকা: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

শনিবার (২৩ মে) ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বিবৃতি দিয়ে তিনি শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মেনন বলেন, ঈদ করোনায় স্তব্ধ জীবনকে আনন্দে উদ্বেল করুক।

পরীক্ষার ফলে করোনা শনাক্ত ও মৃত্যু সংখ্যা যখন ঊর্ধ্বমুখী, তখন শপিংমলের ভিড় ও ঈদে বাড়ি ফেরা যেন বিভীষিকায় পরিণত না করে। যদিও এসব বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সমন্বয়হীন সিদ্ধান্ত পরিস্থিতি সেদিকেই নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

মেনন বলেন, জনগণের ওপর ছেড়ে দিয়ে নয়, জনগণকে দোষারোপ করেও নয়, করোনা সংক্রমণ রোধে ‘লকডাউন’ রাখা, শিথিল করা, সব বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

রাশেদ খান মেনন আশা প্রকাশ করে বলেন, ঈদ আনন্দ আলোকে দুঃসময় কেটে যাবে। পৃথিবী ফিরবে তার শাশ্বত রূপে, মানুষ জীবন জীবিকায়।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, মে ২৪, ২০২০
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ