ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক রুবেল করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ৪, ২০২০
সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক রুবেল করোনায় আক্রান্ত

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন তার পরিবারের সদস্যরাও।

বৃহস্পতিবার (০৪ জুন) সিপিবির ঢাকা কমিটির সভাপতি মোসলেউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (০৩ জুন) তার করোনা পরীক্ষার রিপোর্ট পেয়েছেন এবং পজিটিভ এসেছে বলে তিনি জানান।

মোসলেউদ্দিন বলেন, দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের সুরক্ষা ও ত্রাণ কার্যক্রমে ভূমিকা রেখেছেন ডা. সাজেদুল হক রুবেল। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের কাছে খাদ্য ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন।

সাজেদুল হক রুবেলের মা ও মেয়েও করোনা আক্রান্ত বলে মোসলেউদ্দিন জানান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ