ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন করোনা আক্রান্ত মোকাব্বির খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ২১, ২০২০
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন করোনা আক্রান্ত মোকাব্বির খান

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ঢাকার সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন।

রোববার (২১ জুন) দুপুর ২টায় হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণফোরামের কেন্দ্রীয় নেতা মোশতাক আহমেদ।

তিনি বলেন, মোকাব্বির খান এখন থেকে বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন।

গত সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে মোকাব্বির খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২১, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ