ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

সরকার স্বাস্থ্যখাতের দুর্নীতির দায় এড়াতে পারে না: সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
সরকার স্বাস্থ্যখাতের দুর্নীতির দায় এড়াতে পারে না: সিপিবি

ঢাকা: সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতের দুর্নীতির যেসব ঘটনা প্রকাশ্যে এসেছে, তার দায় সরকার কিছুতেই এড়াতে পারে না বলে জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

বুধবার (১৫ জুলাই) সিপিবির ‘কোভিড-১৯ রেসপন্স টিমে’র ভার্চ্যুয়াল সভায় দলের নেতারা এসব কথা বলেন।  

তারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, দুর্নীতির দায় সরকার কিছুতেই এড়াতে পারে না।

দুর্নীতির ব্যবস্থাটা সরকারই পরিচালনা করছে এবং তাকে টিকিয়ে রেখেছে। বড় বড় দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এলেও, সেসবের কোনো বিচার হচ্ছে না। ব্যাপকভাবে আলোচিত ‘এন-৯৫ মাস্ক দুর্নীতি’র এখনও কোনো বিচার হয়নি। দুর্নীতি এতটাই ব্যাপকভাবে ঘটছে যে, সরকার সব ঘটনাকে লুকিয়েও রাখতে পারছে না। যেসব ঘটনা প্রকাশ্যে এসেছে, তা ‘হিমশৈলের ডগামাত্র’।  

‘রিজেন্ট গ্রুপের চেয়াম্যান সাহেদ করিম, জেকেজি’র চেয়ারম্যান সাবরিনা আরিফ, জেকেজি’র প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ কয়েজন দুর্নীতিবাজকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যথেষ্ট নয়। দুর্নীতির সঙ্গে যুক্ত সরকারের বিভিন্ন পর্যায়ের ‘রাঘব বোয়াল’দের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসাটা জরুরি। তাদের মুখোশ উন্মোচন করতে হবে। দুর্নীতিবাজ সরকার কয়েকজনের ওপর দুর্নীতির দায় চাপিয়ে নিজেকে আড়াল করতে চাইছে। ’ 

সভায় সিপিবি নেতারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি গণবিরোধী ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধেও সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।  

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান প্রমুখ।  

এদিকে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, করোনা মহামারির মধ্যেই দেশে বন্যা দেখা দিয়েছে। ফলে মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন বন্যার ভয়াবহতা বাড়ছে। বন্যার্ত মানুষদের বাঁচাতে ত্রাণ ও পুনর্বাসনের জন্য এখনই যথাযথ সরকারি উদ্যোগ প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘন্টা, জুলাই ১৫, ২০২০
আরকেআর/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ