ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

কবিতা

নমস্কার তোমাকে | সৈয়দ ইফতেখার আলম

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
নমস্কার তোমাকে | সৈয়দ ইফতেখার আলম

প্রশংসা আর কী করব
ভূয়সী প্রশংসাই করা যায় প্রতি সেকেন্ডে।
তবুও সংকটময় সময়
তোমার প্রশংসায় গোধূলিতেই সূর্য ওঠে।


 
অভাবের সময়
ইস, সময়কে যদি কেনা যেত অর্থ দিয়ে!
তবে আমি হতাম পৃথিবীর শ্রেষ্ঠ ধনী
পরক্ষণে নামতাম রাস্তায় মিসকিন।
 
কেননা তোমার প্রশংসায় আমি সময় কিনতাম উচ্চ দরে
তোমারই সৌন্দর্যে শত হিংসুক গাছ পালা নদী হয় নিরবধি।
আবার লুটেপুটে মরে।
আমিও কি বাঁচতে পারি?
 
তোমার ওই শুভ্র শরীরে শাড়ি
ব্লাউজ ও পেটিকোটের মধ্য ভাগ যেন আমার আকর্ষণ।
তুমি সুন্দর বললেও যেন তোমাকেই ছোট করা
তোমাকে দেখার ইচ্ছায় কোনও মুহূর্তই কী আমার সয়!
নমস্কার তোমাকে;
তমিই স্বর্গীয় সৌন্দর্যের কন্যা
তুমি আমার—প্রিয়তমা অনন্যা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ