ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কবিতা

দুটি কবিতা | মোহাম্মদ সাইদুর রহমান বাদ্শাহ

কবিতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
দুটি কবিতা | মোহাম্মদ সাইদুর রহমান বাদ্শাহ

মন্দ দোষ

আমি গুণের নামতা জানি না
তবে জানি কী করে দোষ থেকে গুণ খোজে নিতে হয়

কে ভালো কে মন্দ তা জানি না
তবে জানি কী করে ফুল বুঝে ভুল
তুলে নিতে হয়

হ্যাঁ ঠিক ধরেছো; এটা আমার দোষ,
লোকে আমার দোষের কথা বলুক
এটাই আমি চাই


আমার পরিচয়

আমি কে?
কী আমার পরিচয়?

আমি গার্ডেন টাওয়ার
        মেট্রো সেন্টার
                   আর
অমুক হাউজিং এস্টেটের মালিক
এটা নিশ্চয় আমার পরিচয় নয়

আমি রাজপথ কাঁপানো
মানবকে জাগানো কেন্দ্রীয় নেতা
এটা নিশ্চয় আমার পরিচয় নয়

আমি বাস টেম্পুর হেল্পার
এয়ারপোর্টের সুইপার, আমি মালী,
কুলি, বস্তিতে জন্ম নেওয়া একজন টোকাই
এটাও নিশ্চই আমার পরিচয় নয়
তবে কী আমার পরিচয়?

আমার সবচেয়ে বড় পরিচয়:
লাল সবুজ ও মায়াবী আচলের
মা ও মাতৃভূমির মাটিতে জন্ম নেওয়া
                          একজন ‘মানুষ’

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ