ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

মৃত্যুর পোস্টমর্টেম | রেহনুমা তাসমিয়া

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
মৃত্যুর পোস্টমর্টেম | রেহনুমা তাসমিয়া

(রানাপ্লাজায় নিহতদের স্মরণে)
 
আমি শাহিনুর বলছি—
আমি আমার হত্যার বিচার চাই,
আমি আমার স্বপ্ন হত্যার বিচার চাই।
তোমরা দেখো নি আমার উচ্ছ্ল হাসি,
দেখেছো শুধু পচা লাশ।


তোমরা দেখো নি আমার স্বপ্ন দেখা
দেখেছো শুধু মায়ের কান্না, বাবার আহাজারি।
আমার জন্ম শুধু মৃত্যুর জন্য হয়নি।
আমার স্বপ্নদেখা শুধু স্বপ্নভঙ্গের জন্য নয়।
আমার ক্ষতিপূরণ?
আমার ক্ষতিপূরণ শুধু আমার জীবন।
 
বিচার চাই—
আমি আমার বোন হত্যার বিচার চাই;
আমি আমার আমাকে হত্যার বিচার চাই।
আমি জানতে চাই—
আর কত মানুষ লাশ হলে, মৃত্যুর মিছিল বন্ধ হবে,
আর কত জীবন নিলে
তোমাদের তৃষ্ণা মিটবে?
আমি বিচার চাইতে এসেছি, আমার ভাই হত্যার—
আমি বিচার চাইতে এসেছি
আমার হত্যার।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ