ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

বরষার পদাবলি

বরষার কবিতা | যশোধরা রায়চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বরষার কবিতা | যশোধরা রায়চৌধুরী

বরষার কবিতা
ভিজে ভিজে ভিজে আকুল সন্ধেগুলিকে 
আমি ডেকে বলি একাকী আমাকে তুলে নাও
জলকণাদের সঙ্গে, এবং নিয়ে যাও 
খরার দেশে, সে খরায় গিয়েছে বান্ধব

জলের এই দেশ, মেঘের এই দেশে এসেছি 
জন্ম নিয়েছি মরশুমি এই ঠিকানায়
সেইজন্যেই পেয়েছি হৃদয় বাঙালি
পূর্ব বাতাসে জলকণিকার স্বজাতি।  

আমাদের সব সকাল মেঘের রঙে রঙ 
আমাদের সব মনখারাপের বাদলা 
আমাদের সব আড্ডা কথন গানেতেও 
ভিজে হাওয়া আর ঝাপটা বাতাস, সুজলা

সজল হাওয়াকে বলি আমি, তুমি ফিরে যাও
ইলিশগন্ধ মাখোমাখো কোন বিকেলে
বকুলগন্ধ মাখোমাখো কোন বিকেলে
এখন বৃষ্টি এখন বিরহবৃষ্টি...

আমার একাকী মন চায় যেতে মাটিতে... 
আমার একাকী মন ঝরে পড়ে জলবৎ
কেননা আজকে বর্ষার দিন, সঘন।

 
কেননা আমার বন্ধুও গেছে বেড়াতে।  
রুখাশুখা দেশে গেছে সে একেলা বেড়াতে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ