ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

তোমার জন্য পঙ্‌ক্তিমালা | জুলি রহমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
তোমার জন্য পঙ্‌ক্তিমালা | জুলি রহমান

তোমার জন্য পঙ্‌ক্তিমালা
(কবি শহীদ কাদরী স্মরণে)

তুমি নেই; ঘুমিয়ে পড়েছে নিউইয়র্ক!
তুমি নেই বলে বাতাস স্তব্ধ এখন।
হঠাৎ পাখিরা ভুলে গেলো গান
সুবাস নেই ফুলে; জামাইকার পথ জুড়ে কী
করুণ হাহাকার বসত বাড়িগুলো নির্বাক চোখে তোমাকে বিদায় জানায়।

ওগো সন্নিহিত বৃক্ষকূল বাকলে বাকলে তোমার লেখা হলো নাম শহীদ কাদরী।
বিলাও সুবাস  ফুল; শিমুলের তুলো তুমি
উড়ে উড়ে ঘুরে ঘুরে বিছাও সেই শব্দ কুসুম।
অনাগত পৃথিবীর পরতে পরতে—

আসবে যখন কোনো অজানার বংশধর!
তাদের চোখেরা দেখে যেনো কী আছে
পুঞ্জীভূত কালের পাতায়?
নেয় যেনো তারা নাম বাংলার কিংবদন্তীর
আজকের কবির সকল আয়োজন।
মাটির বুকে পুঁতে যাওয়া বীজ শত অংকুরে
পৌঁছে যাক সকল নিদাঘী মনে—

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ