ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

তিনটি কবিতা | অনুপম মণ্ডল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
তিনটি কবিতা | অনুপম মণ্ডল তিনটি কবিতা | অনুপম মণ্ডল

চক্রবাল রেখা

দিনান্তে একটি কথাই অন্ধকারাবৃত ঊর্ধ্বাকাশে, সুদূর চক্রবাল রেখায়, ঘোর হিমতমোময় কোনো তারার সম্মুখে।  যেন একাই চলেছি পথে।  ওপারের রাধালতা গাছটার ফাঁকে গোধূলির রাঙা আভা গেঁথে গিয়েছে।  কত সব কালের কথা, কত হেমন্ত সন্ধ্যার মাঠ ভেঙে, সে অনন্ত মুক্তির বাণী।  কোথাও শান্ত, স্তব্ধ আধঅন্ধকার আকাশের তলায়।  যেন অইখানে অন্য কোনো ধ্বনি নাই।  যেন অবিশ্রান্ত, অবিশ্রান্ত মেঘের ছায়া এসে থেমেছ

একটা শান্ত জ্যোতির কাছে

দেখি, একটা শান্ত জ্যোতির কাছে সে অকাতরে নিদ্রা যাচ্ছে।  শীতের অপরাহ্ণ এসে নেমেছে দূর বনের মাথায়।

ঐ অনন্তের মহিমাময় বাণীর কতোখানি এসে পৌঁছাল তোমার প্রাণে।  একটি তারার ক্ষীণ আভা নত হয়ে আছে তার পাশে।  দূরে, জল ভরা বাতাসে, বিলীয়মান তটরেখায়, যেন তার একটু একটু ছায়া এসে পড়েছে।
 

নিদ্রার গভীরে

নিদ্রার গভীরে শেকড় ছড়িয়ে বসে আছি

হে ঘননাদ, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে অশোকের ডাল

আর, একটি ডাহুকের ডাক, শব্দহীন কুয়াশার ভেতরে

গিয়েছে হারিয়ে,

আমি তার গম্ভীর অবিচলতাটুকু শুধু বহন ক’রে চলেছি,

দুয়ারে দুয়ারে!  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা,  ডিসেম্বর ১৭, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ