ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

ভারতের ‘কবিতাআশ্রম’ পুরস্কার পেলেন শামীম রেজা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ভারতের ‘কবিতাআশ্রম’ পুরস্কার পেলেন শামীম রেজা 

বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্যপত্রিকা ‘কবিতাআশ্রম’র পক্ষ থেকে ‘কবিতাআশ্রম পুরস্কার-১৪২৬’ পেয়েছেন বাংলাদেশের কবি শামীম রেজা। 

আগামী ১৭ সেপ্টেম্বর কবি বিনয় মজুমদারের জন্মদিন উপলক্ষে তার নিবাস ঠাকুরনগর ও বনগ্রামে আয়োজিত সাহিত্যউৎসবে এক সংবর্ধনার মধ্য দিয়ে শামীম রেজার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।  

পুরস্কারের আর্থিক মূল্য- ১০ হাজার ভারতীয় মুদ্রা।

 

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলানিউজকে শামীম রেজা বলেন, আমি আপ্লুত। ভারতসহ বিশ্বের বিভিন্ন বাংলাভাষী অঞ্চলে বাংলাদেশের কবিতা বিশেষ মান্যতা পাচ্ছে। এটি আনন্দের বিষয়। আমাদের সাম্প্রতিক কবিতা বর্তমানে পশ্চিমবঙ্গের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে।  

শামীম রেজা নব্বই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। এখন পর্যন্ত তার প্রকাশিত কবিতা গ্রন্থের মধ্যে ‘নালন্দা দূর বিশ্বের মেয়ে’, ‘যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে’, ‘ব্রহ্মাণ্ডের ইসকুল’  অন্যতম।

শামীম রেজার কবিতা:

সর্বনাশের ঘুঙুর পায়, শারদা সুন্দরী

সে বার ঘাগরা পেতেছিলাম জলে
শারদাসুন্দরী হেমন্তের আঁচল ছিঁড়ে
ধরা পড়েছিল- মাছের বদলে।

আমলকী পাতার অন্তরালে দুর্বা রঙের মুখ
সময়ের ঝাঁজ বোঝেনি অবাধ্য মেয়ে, বুকে তার
নরম কাঁচা অসুখ, ধূমল-ত্বক দিগন্ত মলিন...
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ