ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টন বিএনপি কার্যালয়ে উৎসবের আমেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
নয়াপল্টন বিএনপি কার্যালয়ে উৎসবের আমেজ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের বাকি আরো দুদিন। এরই মধ্যে নয়া পল্টন কার্যালয়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

বুধবার (০৭ ডিসেম্বর) সকালে নয়াপল্টন কার্যালয়ের দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে অবস্থান করছেন। অবস্থানরত নেতাকর্মীদের জন্য সার্বক্ষণিক খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এজন্য কার্যালয়ের নিচতলায় রান্নার আয়োজন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর নেতা কামাল হোসেন বাংলানিউজকে বলেন, আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীর আনাগোনা কেন্দ্রীয় কার্যালয় বেড়েছে। তাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য এখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির কার্যালয়ের আশেপাশে ঘুরে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা বেড়েছে। বেড়েছে চা, পানের দোকান। এমনকি উৎসুক জনতার আনাগোনা ও বেড়েছে কয়েকগুণ।

এদিকে আগামী ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে সরকার ও ক্ষমতাসীনদের সঙ্গে বিএনপির দরকষাকষি চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে।
তবে এই মুহূর্তে নয়াপল্টনের বাইরে সমাবেশ করার কথা ভাবছেই না বিএনপি। সে অনুযায়ী চলছে দলটির প্রস্তুতি।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।