ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই সমাবেশ: মির্জা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
সরকার গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই সমাবেশ: মির্জা আব্বাস সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস/ ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব না দেয়, তাহলে নয়াপল্টনেই আমাদের সমাবেশ হবে।  

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নয়াপল্টনের সমাবেশ করব। পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। তবে আমরা চাই পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে।

তিনি বলেন, আওয়ামী লীগের সমাবেশের সময় গুলিস্তান অফিসের সামনে অফিস-সড়ক বন্ধ থাকে। তাদের সমাবেশের সময় পুলিশ রাস্তার ম্যাপ দিয়ে দেয় জনগণকে চলাচলের জন্য। আমাদের সমাবেশে পুলিশ ওরকম রাস্তার ম্যাপ দিয়ে দেবে।

সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ছিলেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।