ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়: হুমায়ূন কবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়: হুমায়ূন কবির

সিলেট: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির বলেছেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটি তারেক রহমানের যুগান্তকারী সিদ্ধান্ত। উপমহাদেশেও এটি একটি বিরল রাজনৈতিক সিদ্ধান্ত।

ইন্টেরিম গভর্নমেন্ট হচ্ছে সরকারগুলোর মধ্যে শর্ট ফর্ম। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরের শাহী ঈদগাহে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট জেলা বিএনপির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের ভালোবাসার মধ্যে থেকেই আমাদের ভবিষ্যৎ রাজনীতি চলবে। যেভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান।  

সিলেট বিভাগের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শুভকামনা করে তিনি বলেন, এ বিভাগের নেতৃত্ব দেওয়ার কিছু ঘাটতি পূরণ করেছে বর্তমান নেতৃত্বগুলো। সভায় অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, দেশে রাজনৈতিক সংকট মোকাবিলা, অর্থনৈতিক সংকট মোকাবিলা, সব কিছুর জন্য এখন একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আজকে শুভেচ্ছা বিনিময় যার সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির আন্দোলনের বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন। সিলেটবাসী বিষয়টি নিয়ে গর্ব করে। হুমায়ুন কবিররা বিএনপির সঙ্গে বিদেশি রাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছেন।

বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার ও নির্বাচনের কোনো রোডম্যাপ না হওয়াতে জনগণ চিন্তিত। অন্তর্বর্তী সরকারের দ্রুত ঘোষণা পেলে তা নিশ্চিত হওয়া যাবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু), জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।  

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন আমন্ত্রিত অতিথি ও জেলা বিএনপি নেতারা।  

এছাড়াও শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার ও শাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তাহির রয়হান চৌধুরী পাবেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন সাহিন, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আযম, লন্ডন বিএনপি নেতা শামিম আহমদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।