ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইল যুবদল সভাপতিসহ গ্রেফতার ২  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
নড়াইল যুবদল সভাপতিসহ গ্রেফতার ২
 

নড়াইল: নড়াইলে নাশকতার মামলায় জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানসহ (৪৫) দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃত অপরজন হলেন- সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ওই ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস (৬১)।


 
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নড়াইল সদরের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়৷
 
গ্রেফতারকৃত জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমানের বাড়ি নড়াইল সদরের আউড়িয়া পূর্ব পাড়ায় এবং সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাসের বাড়ি ওই ইউনিয়নের মীরা পাড়ায়।
 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, চলতি বছরে নড়াইল সদরের মালিবাগ মোড়ে নাশকতার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।