ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্থায়ী কমিটির মিটিংয়ে বসেছেন বিএনপি নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
স্থায়ী কমিটির মিটিংয়ে বসেছেন বিএনপি নেতারা

ঢাকা: আগামীকাল ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতির করণীয় নির্ধারণ করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসেছেন নেতারা।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুক্রবার বেলা ১১টা২০ মিনিটে ভার্চুয়ালি এ মিটিং শুরু হয়।

বিএনপি'র মিডিয়ার সেলের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসভবন থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে আগামীকালের ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে করণীয় ঠিক করা হবে এ বৈঠক থেকে।

বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।