ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করল জাবি ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করল জাবি ছাত্রলীগ

সাভার (ঢাকা): বিএনপির ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের সামনে অবরোধ করেন তারা।

 

রিপোর্টটি লিখা পর্যন্ত কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মীকে মহাসড়ক অবরোধ করে রাখতে দেখা যায়।  

এতে সড়কের দুইপাশে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সড়কে চলাচলরত কয়েক হাজার মানুষ। যাত্রীদের পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতেও দেখা যায়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

বিষয়টি নিয়ে জাহাঙ্গীরনগর ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বাংলানিউজকে বলেন, বর্তমান বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা মাঠে রয়েছি, থাকব। আজ জঙ্গি, সন্ত্রাসী ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমরা এই অবরোধ কর্মসূচি নিয়েছি।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, আমরা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে কথা বলে সড়কে দ্রুত যানচলাচল স্বাভাবিক করব।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২

এসএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।