ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুলশানের মোড়ে মোড়ে পুলিশ-আ.লীগের সতর্ক অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
গুলশানের মোড়ে মোড়ে পুলিশ-আ.লীগের সতর্ক অবস্থান

ঢাকা: রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে গুলশানের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) গুলশান-১ ও ২ মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গুলশান-১ ও গুলশান-২ মোড়ে প্রধান সড়কের একপাশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা চেয়ার পেতে বসে আছেন। এই সময় তাদের বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া মাঝে মাঝে মোটরসাইকেলেও তাদের শোডাউন দিতে দেখা যায়।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি যাতে সমাবেশের নামের রাজধানীতে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা না চালাতে পারে, তাই তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে তারা সেটা প্রতিহত করবেন।

গুলশান থানা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সানোয়ার হোসেন বলেন, বিগত দিনে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করেছে। গণপরিবহনে পেট্রোল বোমা মেরে জ্বালাও-পোড়াও করেছে। তাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা রাস্তায় রয়েছেন। যাতে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে তাদের ধরে আইনের হাতে তুলে দিতে পারেন।

গুলশান থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তায় রয়েছেন। যে কোনো ধরনের পরিস্থতি মোকাবিলায় আজ সারাদিন তারা রাস্তায় থাকবেন।

এদিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যদের গুলশানের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে। গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও ডিবি। এছাড়া গুলশান-২ মোড়েও পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ বাংলানিউজকে বলেন, ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশ চলছে। গুলশান কূটনৈতিক এলাকা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসসি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ