ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, ডিসেম্বর ১০, ২০২২
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহ‌রের চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তরা বলেন, সমাবেশের নামে বিএনপি সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। আন্দোলনের নামে জান-মালের কোনো ক্ষতি করলে রাজপথে এর জবাব দেওয়া হবে।

এ সময় সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, সুব্রত ঠাকুর, আইন বিষয়ক সম্পাদক এম জুলকদর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪১, ডিসেম্বর ১০, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।