ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এত রিজার্ভ গেল কোথায়, প্রশ্ন গয়েশ্বরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ডিসেম্বর ১০, ২০২২
এত রিজার্ভ গেল কোথায়, প্রশ্ন গয়েশ্বরের গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রিজার্ভ কমে যাওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের এত রিজার্ভ গেল কোথায়? এগুলো প্রধানমন্ত্রী ও তার আত্মীয়-স্বজনদের কাছে আছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা নয়টি খেলায় জয় লাভ করেছি। দশম সমাবেশে বাধা দিতে এমন কোনো চেষ্টা নেই, যা তারা করেনি। অবশেষে সেই বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে জানানো হয়, সংসদ থেকে বিএনপির এমপিরা পদত্যাগ করেছেন। তারা ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এই বিষয়ে তিনি বলেন, আজকের সমাবেশে আমরা সাতটি বোমা ফাটিয়েছি। তা হলো সংসদ থেকে পদত্যাগ।

রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করছে বিএনপি। গণসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই নেতাকর্মীরা গোলাপবাগ মাঠে জমা হতে থাকেন। সকালে আরও নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
টিএ/আরএইচ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।