ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

রাজনীতি

গাজীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
গাজীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ 

গাজীপুর: আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্য, পুলিশের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।  

শনিবার (১০ ডিসেম্বর) গাজীপুর মহানগর, বাসন থানা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

মিছিলটি ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে জাগ্রত চৌরঙ্গীর পাশে এক প্রতিবাদ সভা হয়।

সভায় বক্তব্য দেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, বাসন থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল বারী।

একইভাবে টঙ্গী, গাছা, কোনাবাড়ি, শ্রীপুর, কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।