ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির একজন নম্র, ভদ্র, বিনয়ী ও সজ্জন ব্যক্তি।
অলি আহমদ বলেন, এ সরকারের আমলে ঘরে বসে রাজনীতি করারও সুযোগ নেই। বিরোধীদল শূন্য করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে তারা গ্রেফতার কৌশল কাজে লাগাচ্ছে। গ্রেফতার, খুন ও গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত। সুষ্ঠু পরিবেশকে অস্থিতিশীল করতে সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াতের আমিরকে গ্রেফতার করেছে সরকার।
তিনি বলেন, সরকার এ গ্রেফতারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এ আন্দোলনকে বন্ধ করা যাবে না। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্তভাবে মুক্তি দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
টিএ/আরবি