ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে জেলা বিএনপি নেতা ইসরাইল মিয়া আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
কিশোরগঞ্জে জেলা বিএনপি নেতা ইসরাইল মিয়া আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও বিএনপির কর্মী সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় তাদেরকে আটক করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। এরই অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের রথখলা মাঠে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। একপর্যায়ে সেখান থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও বিএনপির কর্মী সাইদুর রহমানকে আটক করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এ প্রসঙ্গে ওসি মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে জানান, ইসরাইলসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।