ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ছাত্রলীগের ৬ নেতাকর্মী পুলিশ হেফাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ছাত্রলীগের ৬ নেতাকর্মী পুলিশ হেফাজতে

মেহেরপুর: অনলাইনে জুয়া পরিচালনায় জড়িত সন্দেহে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান ও ছাত্রলীগের বর্তমান পাঁচ কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে গাংনী উত্তরপাড়ায় শাহিদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

 

এ ছয়জনের বাকি পাঁচজন হলেন-রবিউল ইসলাম, জুবায়ের হোসেন, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।  
ডিবি সূত্রে জানা গেছে, শাহিদুজ্জামানের কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা পরিচালিত হতো। খবর পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ওই ছয় ব্যক্তির মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ্লিকেশন পাওয়া গেছে। পরে তাদের কাছ থেকে ১৪টি ফোন সেট জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।