ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণমিছিলে বিএনপি নেতার মৃত্যুতে গায়েবানা জানাজা-শোক র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
গণমিছিলে বিএনপি নেতার মৃত্যুতে গায়েবানা জানাজা-শোক র‍্যালি

বরিশাল: পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে আব্দুর রশিদ আরেফিনের মৃত্যুতে বরিশালে গায়েবানা জানাজা ও শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে নগরের সদররোড থেকে শোক র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপি যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

শোক র‍্যালির আগে নগরের সদর রোডে আব্দুর রসিদ আরেফিনের গায়েবানা জনাজা অনুষ্ঠিত হয়।

শোক র‍্যালি ও জানাজায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, সাবেক সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত শনিবার পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি পালনকালে পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ আরেফিন মৃত্যুবরণ করেন এবং অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন।

সরকারের পদত্যাগ, অনির্বাচিত সংসদ বিলোপ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশে গণমিছিল করে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।