পাবনা: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির গণমিছিল করেছে পাবনা জেলা বিএনপি।
গণমিছিলেনির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিও তোলা হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের পাবনা জেলা বিএনপির পুরান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। এসময় ইন্দিরা মোড় ও ট্রাফিক মোড় হয়ে চাপা মসজিদ এবং বড় বাজার হয়ে কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
সেসব ব্যানারে লেখা ছিল- ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, শিমুল বিশ্বাসের মুক্তি চাই’, ‘জেলের তালা ভাঙবো, শিমুল বিশ্বাসকে আনবো’, ‘মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’।
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সহ- সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু যুবদলের আহবায়ক হিমেল রানা, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএএইচ