ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাইনবোর্ডে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
সাইনবোর্ডে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে সাইনবোর্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

মিছিল থেকে দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।