ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি অংশ না নিলে দেশে নির্বাচন হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
‘বিএনপি অংশ না নিলে দেশে নির্বাচন হবে না’

চাঁদপুর: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, খালেদা জিয়া আপসহীন এটার কোনো সীমাহীন রেখা নেই। যুগে যুগে নেতা এসেছে আসবে, তবে তারেক জিয়ার মতো নেতা আর দেশে আসবে না।

তারেক জিয়া ১০ দফা দিয়েছেন সাধারণ মানুষের উন্নয়নের কথা ভেবে।  

তিনি আরও বলেন, ১০ দফার চেয়ে রাষ্ট্র মেরামতের ২৭ দফা কম নয়। ৬৯ এর পর বর্তমান সময়ে তারেক জিয়া দিল ১০ দফা। ৬৯ এ শেখ মজিব ৬ দফা দিয়ে জাতীয় নেতা হয়েছেন, তারেক জিয়াও ১০ দফা বাস্তবায়ন করে জাতীয় নেতা হবেন। বিএনপি যে দেশে নির্বাচনে অংশ নেবে না, সেই দেশে নির্বাচন হবে না। ১০ দফা দাবি না মানলে আমরা জনগণ সম্পৃক্ত আন্দোলন দেব। এ দাবি গুলো জাতির মুক্তির সনদ হিসেবে কাজ করবে।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় জেলা বিএনপির আয়োজনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফার বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকার কে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো হোক, তা কোথায়ও লেখা নেই। এ সরকার ও পুলিশ হচ্ছে রেডি মিক্স। বিএনপির কাকে কোন ধারায় মামলা দিতে হবে, তা তারা ভালো জানে। আজ দেশের প্রতিটি মানুষের মন হয়ে আছে আগ্নেগিরি। এর গরম লাভা অনেক ভয়ানক হবে। ওবামার মতো ক্ষমতাধরও দুইবার ক্ষমতায় ছিলেন। তাহলে আমাদের দেশে ক্ষমতায় থাকার এত লোভ কেন।

মনিরুল হক বলেন, দেশ বাঁচলে আমরা বাঁচবো। দেশ না বাঁচলে আমরা কেউ বাঁচবো না। তারেক জিয়ার কলিজা আছে। মানুষ আমাদের পাশে আছে, তারা হলো আমাদের বড় শক্তি। দেশ, দল ও নেত্রীকে যদি ভালোবাসেন তাহলে ১০ দফার কোনো বিকল্প নেই। যুগের দাবি পূরণ করেছেন বিএনপি ও তারেক জিয়া। সাধারণ জনগণ আমাদের এ দাবিগুলোকে স্বাগত জানিয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য ডা. শামিম আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুস সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান।

আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান গাজী।

কর্মশালায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।