ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নুরকে গ্রেফতারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
নুরকে গ্রেফতারের দাবি ফাইল ফটো

ঢাকা: ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ‘হক্কানী আলেম সমাজ’ নামে একটি সংগঠন।

রোববার (০৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

‘হক্কানী আলেম সমাজ’র পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলাম ধর্ম ও সমগ্র মুসলিম জাহানের শত্রু ইসরাইলের ( মোসাদ) এজেন্ট মেন্দি এল সাফাদির সঙ্গে দুবাইয়ে বসে নুরুল হক নুর দেশ বিরোধী চক্রান্ত করেছে। এরই মধ্যে ইসরাইলি এজেন্টের সঙ্গে তার একটি ছবি দেশ-বিদেশে ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় উঠে। ইসলামের শত্রুর সঙ্গে নুর হাত মিলিয়েছে। তার এ বৈঠক মূলত দেশ ও ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র।  

ওই সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, আমরা দেশের হাক্কানী আলেম সমাজ নুরের এ ইসলাম বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের মাটিতে ফিরে আসলে আমরা আলেম সমাজ তাকে প্রতিহত করবো। পাশাপাশি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।