ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

বরিশাল: সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুলকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক মনোনীত করায় বরিশালে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।

সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে সোমবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সদর রোডে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা বকুলকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ছাত্রবিষয়ক সম্পাদক পদ দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দুপুর ২টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে আনন্দ মিছিলটি সদর রোড ও হেমায়েত উদ্দিন রোড প্রদক্ষিণ করে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি।  

এ সময় মহানগর ছাত্রদল সহ-সভাপতি লিমন সাহা কানু, সজিব কাজী, আবুল হাসানাত, নয়ন চৌধুরী ও সাইফুল ইসলাম সবুজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।