ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিতে হবে: সাদ্দাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
বিএনপিকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিতে হবে: সাদ্দাম

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিএনপিকে ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।  

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১ টা থেকে বিএনপির গণঅবস্থানকে কেন্দ্র করে ‘সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির প্রতিশব্দ বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচি’ শিরোনামে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

সেখানে বক্তব্যকালে এ আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।  

সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের মালিক হচ্ছে জনগণ। বাংলাদেশের সংবিধান প্রদত্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে। আজ আমরা দেখেছি জনগণের উপর নির্ভর করা নয়, বিভিন্ন পরাশক্তির ম্যান্ডেট নিয়ে এরা (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় আসতে চায়। আমরা মনে করি  এরা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের শত্রু। রাজনীতির একটি সুষ্পষ্ট কাঠামো রয়েছে, ভোটাধিকার রয়েছে, নির্বাচন রয়েছে। সাংবিধানিক কাঠামো রয়েছে। এসব দুমড়ে-মুচড়ে দিয়ে যারা ব্যাক ডোর ডিপ্লোম্যাসির আশ্রয় নেয়, ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসির আশ্রয় নেয় যারা তাদের (বিএনপি) ব্যাকস্পেস দিয়ে মুছে দিতে হবে আমাদের। অন্যথায় আগামীতে আমাদের গণতন্ত্র নিরাপদ থাকবে না।

ছাত্রলীগ সভাপতি বলেন, যারা রাজনীতি করার নামে ৫০০জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, তিন হাজারের বেশি মানুষ এখনো অগ্নিদগ্ধের যন্ত্রণায় নিয়ে দিনানিপাত করছে। যারা সিভিলিয়ান স্যাবোটেজ করে। তাদের রাজনীতি করার পৃথিবীর কোনো গণতান্ত্রিক সভ্য রাষ্ট্রে রয়েছে কি না আমরা শাহবাগ চত্বর থেকে এই প্রশ্ন উত্থাপন করতে চাই।

অবস্থান কর্মসূচি উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমূখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, গভ. অ্যাপ্লাইড সায়েন্স কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসকেবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।