ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি গণঅবস্থান কর্মসূচিতে সংহতি বিএসপিপি’র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
বিএনপি গণঅবস্থান কর্মসূচিতে সংহতি বিএসপিপি’র

ঢাকা: ব্যর্থ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

বুধবার (১১ জানুয়ারি) এ বিক্ষোভ মিছিল করা হয়।

পরে পেশাজীবীরা বিএনপি আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।  

এ সময়  উপস্থিত ছিলেন বিএসপিপির আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ডা. এম এ কুদ্দুস, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রফেসর ডা. আজিজুল হক, প্রফেসর ড. লুৎফর রহমান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফজলুর রহমান, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, ডা. আবদুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, প্রফেসর ড. কামরুল আহসান, ড. প্রফেসর আবদুর রশিদ, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. রফিকুল ইসলাম লাবু, ডা. শহিদুজ্জামান, শিক্ষক নেতা জাকির হোসেন, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. শাহ এমরান, প্রফেসর ড. আব্দুল মজিদ, প্রফেসর আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. হানিফ, ইঞ্জিনিয়ার আজিম উদ্দিন, কৃষিবিদ নুরুন্নবী শ্যামল, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক বাছির জামাল, রাশেদুল হক,আমিরুল ইসলাম কাগজী, সাখাওয়াত ইবনে মইন চৌধুরী, সাঈদ খান, এস এম রিয়েল রোমান, ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমিন আকন্দ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, বিপ্লব উজ জামান, অধ্যক্ষ হারুনুর রশিদ গাজী প্রমুখ।

বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এ সরকারের আমলে পেশাজীবীরা সবচেয়ে বেশি নিগৃহীত। ভিন্নমতের হাজারো পেশাজীবীকে চাকরিচ্যুত করা হয়েছে। দলীয় বিবেচনায় এখন চাকরি দেওয়া ও পদোন্নতি দেওয়া হচ্ছে। তাই যোগ্য ও মেধাবী একদিকে চাকরি অন্যদিকে পদোন্নতি বঞ্চিত হচ্ছে।  বহু পেশাজীবীকে গুম ও খুন করা হয়েছে। মামলা দিয়ে পেশাজীবীদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে। তাই আজ ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ পেশাজীবীদের ঢল নেমেছে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে।  

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পেশাজীবীরা ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকবে।

ডা. জাহিদ বলেন, এ নিশি রাতের সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সব অধিকার ছিনিয়ে নিয়েছে।

সমাবেশে কাদের গনি চৌধুরী বলেন, দেশে চরম ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। দেশ মনুষ্য বসবাসে অযোগ্য হয়ে পড়েছে। একদিকে মানুষ না খেয়ে মরছে অন্য দিকে সরকারের লোকেরা দুর্নীতি ও লুটের টাকা দিয়ে বিদেশে সেকেন্ড হোম কিনছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।