ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বুধবার (১৮ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  

সোমবার (১৬ জানুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ছিন্নমূল পথশিশুদের শীতবস্ত্র বিতরণ।

ওই কর্মসূচিতে রাজধানী ঢাকায় ক্রিয়াশীল ছাত্রদলের সব ইউনিটের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত হয়ে গৃহীত কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ছাত্রদলের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটকে আগামী বুধবার নিম্নোক্ত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দুস্থদের মধ্যে খাবার/শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এক বিবৃতিতে এ নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।